Print Date & Time : 3 July 2025 Thursday 4:28 pm

বস্তা পড়ে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের জিএম নিহত

পিভিসি পাইপ তৈরির রিজেন পাউডারের একটি বস্তা পড়ে কুষ্টিয়া বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের লিমিটেডের সিনিয়র জিএম আখতারুজ্জামান জলিল নিহত হয়েছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটির পিভিসি পাইপ তৈরির রিজেন পাউডারের ঢপ বস্তা পড়ে এ দুর্ঘটনা ঘটে। বস্তাটির ওজন কত ছিল তা জানা যায়নি।

এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স মনিরুল ইসলাম। তিনি আরও বলেন হাসপাতালে নিয়ে আসার আগেই জলিলের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মরদেহ ময়নাতদন্ত হয়েছে কি না এটি জানা নেই।

নিহত আক্তারুজ্জামান জলিল কুষ্টিয়া শহরতলীর কুমারগাড়া এলাকার মাদু মন্ডলের ছেলে। তিনি বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের লিমিটেডের সিনিয়র জিএম পদে কর্মরত ছিলেন।

এদিকে নিহত আক্তারুজ্জামান জলিলের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা কথা বলতে রাজি হননি। এ ব্যাপারে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেহেতু এটি মেডিকেলের বিষয়। এ ব্যাপারে আমি কথা বলতে পারবো না।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।