
আজ রবিবার দুপুরে জেলার তিস্তা ব্রীজ টোলপ্লাজায় ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রীবাহী বাসে ৩৮লক্ষ টাকা চালের বস্তায় হতে সদর থানার পুলিশ উদ্ধার করে। এসময় মমিনুল ইসলাম(৪৩) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সদর থানায় নিয়ে আসা হয়।
জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মমিনুল ইসলাম জানান, তার বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর। সে তার মামা অন্নেষা কনস্ট্রাকশন ঠিকাদারী কোম্পানিতে কাজ করেন। ঠিকাদারি কাজে রোড সিমেন্ট কেনার জন্য এই নগদ অর্থ ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। টাকা নিরাপত্তা ও কেউ যাতে সন্দেহ না করতে পারে সে জন্য চাউলের বস্তায় ভরে নিয়ে যাচ্ছে।
এই বস্তা ভর্তি টাকা উদ্ধারের ঘটনায় নেতৃত্ব দেয় সদর থানার অফিসার ইনচার্জ ( অপারেশন) এরশাদুল। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বস্তা ভর্তি টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মানি লন্ডারিং ও হুন্ডির মামলার প্রস্তুতি চলছে। জঙ্গি সম্পৃক্ততার বিষয়টিও দেখা হবে।
এবি//দৈনিক দেশতথ্য //মে ২৮,২০২৩//

Discussion about this post