Print Date & Time : 3 July 2025 Thursday 7:38 pm

বহুলালোচিত খুলনার রহিমাকে উদ্ধারকারী পুলিশ টিম পুরস্কৃত

বহুলালোচিত খুলনার নিখোঁজ রহিমা বেগমকে উদ্ধারের স্বীকৃতি স্বরুপ নগদ অর্থ পুরস্কার পেলেন পুলিশের উদ্ধারকারী টিম। সোমবার (১০ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা টিমের সদস্যের মাঝে এই পুরস্কার তুলে দেন।

কেএমপি সূত্রে জানাযায়, গত ২৪ সেপ্টেম্বর রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সৈয়দপুর এলাকা থেকে দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নিখোঁজ হওয়া ভিকটিম রহিমা বেগমকে উদ্ধারের স্বীকৃতি স্বরুপ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আব্দুর রহমানসহ টিমকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

পুরস্কার প্রদানকালে উপস্থিত ছিলেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু।

জা// দেশতথ্য// ১১ অক্টোবর ২০২২//