Print Date & Time : 11 May 2025 Sunday 1:07 am

বাঁধনের গিটারের সুরে মুগ্ধ সবাই

স্কুলছাত্র বাঁধন কুমার সরকার। বয়স ১৬ এই বয়সেই গিটার বাজিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন গানপাগল এই তরুণ।

পড়াশোনার ফাঁকে নিজেই গান লিখেন ও সুর করেন। কখনো গিটার হাতে নিয়ে সেই গান গেয়ে অন্যদের বিনোদন দিয়ে থাকেন।

যান্ত্রিক এই শহরে তিনি যেন একজন গানের ফেরিওয়ালা। এছাড়া নিজের গানেই জীবনের বাস্তবতার ছবি আঁকেন প্রতিনিয়ত। বলছিলাম কুষ্টিয়ার মুসলিম হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ও শহরের কলেজ মোড় এলাকার বাসিন্দা বাঁধন কুমার সরকারের কথা। বিভিন্ন আড্ডায় ও কনসার্টেও গিটার বাজিয়ে সাড়া ফেলেছেন এই তরুণ। বাঁধনের গিটারের সুর ও জাদুকরী কণ্ঠে মুগ্ধ এখন সবাই।

কীভাবে একইসঙ্গে গীতিকার, সুরকার ও গায়কীভাব? বাঁধন বলেন,স্কুলে পাঠ্য বইয়ে যে কবিতাগুলো ছিল সেগুলো সুর দেয়ার চেষ্টা করছি। পরিবার সকলেই গানের মানুষ। তাদের কাছ থেকেই শেখা। 

তিনি আরও বলেন,আমি আমৃত্যু গান করে যেতে চাই। আমি এখনো প্রতিদিন গান লেখা ও সুর করার চেষ্টা করি। আমার প্রত্যাশা, গিটারের সুর ও গানগুলো লাখো বাঙালির কানে কানে পৌঁছে যাবে এমনটাই চাওয়া।

আর//দৈনিক দেশতথ্য//৫ জুলাই-২০২২//