Print Date & Time : 1 July 2025 Tuesday 9:08 am

বাঁধের কাজে যারা দুর্নীতি করেছেন তাদের ছাড় দেয়া হবেনা

আল-হেলাল,সুনামগঞ্জ: পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন,সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের খোঁজে বের করতে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ও গোয়েন্দারা মাঠে কাজ করছেন। তদন্ত কমিটি ও গোয়েন্দা রিপোর্টে যাদের নাম আসবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ৎ১৪ এপ্রিল বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কাবিটা স্ত্রীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, নেতৃবৃন্ধ,সুবিধাভোগী,গণমাধ্যম প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার আরো বলেন, আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হবে। আর নির্দিষ্ট সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু এবং শেষ করতে হবে।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হাওর বাচাঁও অন্দোলনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি পিপি ড. খায়রুল কবির রুমেন, যুগ্ম সাধারণ সম্পাদক স্পেশ্যাল পিপি নান্টু রায় এডভোকেট, যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিপি এডভোকেট আখতারুজ্জামান আহমদ সেলিম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাংবাদিক আল হেলাল, সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার উল-হালিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বণিক, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জেনালের ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস, জেলা সমাজসেবা বিভাগের উপপচিালক সূচিত্রা রায়,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, সাবেক জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন,বিটিভি প্রতিনিধি এডভোকেট আইনুল ইসলাম বাবলু ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি এডভোকেট খলিল রহমান প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এল//