শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট থেকে:
জেলার পাটগ্রামের শ্রীরামপুর সীমান্তে খায়রুল ইসলাম(২৮) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
খায়রুল একই সীমান্তের খেংটি গ্রামের অহির উদ্দিনের পুত্র। হতভাগ্য এই যুবকের কপালে কি ঘটেছে স্বজনরা জানতে উদগ্রব।
আন্তর্জাতিক প্রধান পিলার ৮৪৩ এর সাব পিলার ৪ পানিশালা সীমান্ত চোরাচালানি দলের ৬-৭ জনের একটি গ্রুপ গতকাল মঙ্গলবার ভোর রাতে ভারতীয় পণ্য পাচার করতে থাকে।
এ সময় ভারতীয় জলপাইগুড়ির পানশালা ৯৮ বিএসএফের টহল দল তাদের ধাওয়া করে। সকলে পালিয়ে আসতে পারলেও আটকা পরে খায়রুল। তার উপর নির্মম নির্যাতন করা হয়। পরে তাকে মেখলিগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
বিষয়টি সতীর্থদের কাছের তথ্য। স্কুল শিক্ষক রমজান আলী জানান, লালমনিরহাটে রাত হলেই তীব্র ঘনকুয়াশা সৃষ্টি হয়। সীমান্তে উৎসবমুখর হয়ে উঠে। গরু ও মাদক পাচার এখন প্রকাশ্য বিষয়। এভাবে চলতে থাকলে তরুন প্রজন্ম শিক্ষাপ্রতিষ্ঠানে না গিয়ে সীমান্তে পড়ে থাকবে। গরু পাচার কাজ করলে এক রাতে লাখপতি ও কোটিপতি হওয়া যায়। তার অত্যন্ত ক্ষমতাধর হয়। তরুনদের হাতে তারা অস্ত্র, মাদক ও নারী তুলে দিয়েছে। এভাবে সক্রিয় আন্তর্জাতিক মাফিয়া। বিজিবির স্থানীয় ৬১ শর্টিবাড়ী ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিম এ ব্যাপারে তথ্য দিতে নারাজ। তবে রংপুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়ন (তিস্তা টু)-এর অধিনায়ক শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, বিএসএফ যাকে আটক করে নিয়ে গেছে সে চোরাকারবারি। ভারতের অভ্যন্তরে পানিশালা নামক এলাকায় তাকে আটক করেছে।