ব্যটল অব হ্যাকিং প্রতিযোগীতা অত্যান্ত জনপ্রীয় একটি সাইবার গেইম। সিটিএফ কমিউনিটি বাংলাদেশ এই প্রতিযোগীতার আয়োজন করেছিল। সাইবার নিরাপত্তাকে কেন্দ্র করে ঈধঢ়ঃঁৎব ঞযব ভষধম প্রতিযোগিতা করা হয়।
ক্যাপচার দ্যা ফ্ল্যাগ (সিটিএফ) বিশ্বজগতে জনপ্রিয় একটি হ্যাকিং প্রতিযোগিতা। বাংলাদেশের কয়েকজন তরুণ পরিচালনা করছে সিটিএফ কমিউনিটি।
বসুন্ধরাস্থ ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি’) স্থায়ী ক্যাম্পাসে গত শনিবার এই সাইবার যুদ্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ওয়েব এক্সপ্লয়টেশন, ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টো কারেন্সি, স্টেগনোগ্রাফি ও রিভার্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রতিযোগীরা নিজেদের বাস্তবিক প্রকৌশল সক্ষমতার প্রমাণ দিয়েছে প্রতিযোগীরা।
সফটওয়্যার বা ডিজিটাল দুনিয়ার ত্রুটি খুঁজে দেয়ার লড়াইয়ে ‘ফ্ল্যাগ হান্ট’ চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র (আইইউটি) দল জেনেসিস। প্রথম বারের মতো অফলাইনে আয়োজিত সাইবার সুরক্ষা প্রতিযোগিতায় বেঁধে দেয়া সময়ে ২৬০০টি ‘পয়েন্ট’ পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। বিশ্ববিদ্যলয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক ইমতিয়াজ আহমেদ চৌধুরির নেতৃত্বে এই দলে ছিলেন শান্তনু রহমান, সুমিত আলম খান ও আব্দুল্লাহিল কাফি।
চূড়ান্ত পর্বে অংশ নেয়া ২৯টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে এই ব্যাটেল অব হ্যাকার্স-এ প্রথম রানার্স আপ হয়েছে ‘বঙ্ক পুলিশ’। একধিক কলেজ ও বিশ্ববিদ্যালয় পুড়ুয়া সাইবার যোদ্ধারের সমন্বয়ে গঠিত এই দলের সদস্য বিজিজি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শেখ আলী আকবর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজী আশিকুর রহমান ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মোঃ গোলাম রাব্বি মিলে উদ্ধার করেন ২০৮০টি ফ্ল্যাগ। আর ১৮৮০টি ফ্ল্যাগ খুঁজে দিয়ে দ্বিতীয় রানার্সআপ হয়েছে সাইবার সিকিউরিটি এন্থুসিয়ান্ট। ইসলামিক ইউনির্ভাসিটি বাংলাদেশের (ইউটিটিএ) তিন শিক্ষার্থীর এই সাইবার আর্মিরা হলেন এন এম আতিকুর রকহাম, ইশতিয়াক উদ্দিন চৌধুরী এবং মোঃ রেজওয়ান।
ছয় ঘণ্টা ধরে চলমান এই সাইবার সক্ষমতা যাচাই প্রতিযোগিতা। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপচার্য ড. তানভীর হাসান । সিটিএফ কমিউনিটি বাংলাদেশের আমির হামজা, তাসদির আহমেদ, রাসেল আহমেদ, মুহাম্মদ আরমান হোসেন অন্তু এ সময় উপস্থিত ছিলেন।
জা// দৈনিক দেশতথ্য// ২ নভেম্বর, ২০২২//