Print Date & Time : 23 April 2025 Wednesday 9:03 am

বাংলাদেশে খাদ্যের কোন অভাব নাই–জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাজ হোসেন বলেন, বাংলাদেশ এখন আর দুর্ভিক্ষের দেশ নয় । আমাদের খাদ্য যে পুষ্টি   গত ১৫ বছরে আমাদের চেহারা আমাদের স্বাস্থ্য আমাদের যে পুষ্টির কর খাবার সে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ  খাদ্য অ্যাভেইলেবল।

আজ (২৮ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি কারনে প্রকল্পের আওতায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমাদের নিরাপদ  খাদ্য খাবার দিকে  সচেতন হতে হবে। আমরা ভেজালমুক্ত খাবার খাব সেদিকে নজর দিতে হবে। আমাদের সবাইকে সচেতন হতে হবে। 

মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক মঞ্জুর মোর্শেদ আহম্মেদ,মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আব্দুস সমাদ, মেহেরপুর উপপরিচালক স্থানীয় সরকার শামীম হোসেন। এসময় সরকারি কর্মকর্তা, কর্মচারী, হোটেল মালিক, বাজার কমেটির সভাপতি ও সাংবাদিক বৃন্দা উপস্থিত ছিলেন। 

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ অক্টোবর  ২০২৩