গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় মদন মোহন সেবাশ্রম পরিদর্শন করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রিশক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার তিনদিন ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠানের শেষদিন রাত ৮ টার দিকে ওই মন্দির পরিদর্শন করেন তিনি।
এ সময় এবিএম মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে সংখ্যা লঘু বলতে কিছু নেই। আমার যেমন অধিকার আছে, আপনাদেরও তেমনি অধিকার আছে। আপনার ধর্ম আপনি পালন করবেন, আমিও আমার ধর্ম পালন করবো।
এর আগে এবিএম মোশাররফ হোসেন মন্দির প্রাঙ্গণে এলে তাকে স্বাগত জানান মন্দির পরিচালনা পর্ষদের সম্পাদক অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক। উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, মহিপুর থানা বিএনপি’র সম্পাদক অ্যাডভোকেট মো.শাহজাহান পারভেজ, শিক্ষক মিলন হাওলদার, বিএনপি নেতা দেবাশীষ সিকদার কালা সহ বিএনপি নেতৃবৃন্দ এসময় তার সঙ্গে ছিলেন।