মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা)সংবাদদাতা : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্ব সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে উন্নয়ন অগ্রযাত্রায় কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেশের সার্বিক উন্নয়নে তিনি এক গৌরবোজ্জল আদর্শের প্রতিক। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ অর্জনে টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৪১ সাল নাগাদ বিশ্বে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । এমপি জ্যাকব বলেন ,মনপুরার দেড় লক্ষাধিক মানুষের প্রানের দাবী ছিল মনপুরাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা। আমি মানুষের সেই দীর্ঘ দিনের দাবি পূরন করেছি। উপজেলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা ও সুউচ্চ বেড়িবাধঁ নির্মানের জন্য ১ হাজার ১৫ কোটি ৭০ লক্ষ টাকা বরাদ্ধ করিয়েছি।
মতবিনিময় সভায় তিনি আরও বলন, আ’লীগ সরকারের আমলেই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতায় চরফ্যাশন – মনপুরা পিছিয়ে নেই। নজির বিহীন উন্নয়নে বিএনপির সমর্থকরাও মুগ্ধ হয়েছেন। সকল বিবেধ ভুলে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। আ’লীগ সরকারের সকল উন্নয়ন জনগনের কাছে পৌছিয়ে দিতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সকলকে ঐক্যবদ্য হয়ে একসাথে কাজ করতে হবে। আমি ব্যাপক উন্নয়ন করেছি। এই উন্নয়ন থেকে আমার প্রানের সংগঠন আ’লীগ দলীয় কার্যালয় বাদ পড়বে কেন? আমি আজ আ;লীগের দলীয় কার্যালয়ের দ্বিতল ভবন নির্মানের জন্য আমার ব্যাক্তিগত তহবিল থেকে নগদ ২০ লক্ষ টাকা ঘোষণা করছি। পরে উপজেলা আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়ার হাতে ২০ লক্ষ টাকার নগদ ও চেক হস্তান্তর করেন এমপি জ্যাকব।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রলালয় সম্পর্কিত সসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সহসভাপতি একেএম শাহজাহান, শাহরিয়ার চৌধুরী দ্বিপক।
এই সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুল লতিফ ভুইয়া, তৈয়বুর রহমান ফারুক,আব্দুল মন্নান মাষ্টার, শিপন চৌধুরী, আবুল বাশার মিলন, মোঃ সেলিম মাষ্টার, যুগ্ন সাধারন সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী, মোঃ অলিউল্যাহ কাজল, আমিরুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজিদ কামাল, মোঃ ফরহাদ হোসেন হাওলাদার, রুহুল আমিন হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ছালাহউদ্দিন,হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানতউল্লাহ আলমগীর, হাজিরহাট ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ আবুল কাশেম মাতাব্বরসহ ৪টি ইউনিয়ন আ’লীগ সভাপতি সম্পাদকগন, যুবলীগ সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান, স্বোচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ গিয়াসউদ্দিন আজম, ছাত্রলীগ সভাপতি মোঃ শামসুউদ্দিন সাগর, সাধারন সম্পাদক মোঃ সুমন ফরাজী, শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবুমেম্বারসহ উপজেলা আ’লীগ নের্তৃবৃন্দ ও সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
মতবিনিময় সভাশেষে প্রধান অতিথি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপজেলা পরিষদ নতুন ভবনের কাজ ও মডেল মসজিদের কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে চরফ্যাশনের উদ্দ্যেশে যাত্রা করেন।
উইমেনআই২৪ ডটকম//এল//

Discussion about this post