Print Date & Time : 22 August 2025 Friday 7:49 am

বাংলাদেশ খেলাফত মজলিসের শিক্ষা সফর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: তন্ত্র মন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। এমন স্লোগান ধরে দিনব্যাপী নৌকা ভ্রমণের মধ্য দিয়ে শিক্ষা সফর করেন, আল্লামা মামুনুল হকের নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ খেলাফত মজলিস’ কুষ্টিয়া জেলা শাখা।

মঙ্গলবার দিনব্যাপী কুষ্টিয়া শহরের জিকে ঘাট থেকে অত্র সংগঠনটি পাবনা রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত নৌকা ভ্রমণ করেন। এসময় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী ‘পদ্মার মোহনা’ ‘গড়াই নদী’ সহ লঞ্চ যোগে নদীপথে, সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলার নানান দৃশ্য উপভোগ করেন শিক্ষা সফরে আসা খেলাফতকামী নেতাকর্মীরা।
শিক্ষা সফরে অংশগ্রহণকারী আলেমওলামা ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করে।খেলাধুলা, সঙ্গীত, হামদ্ নাত্ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা ইভেন্টে অনেকেই অংশগ্রহণ করেন। এরপরে কুষ্টিয়া ভেড়ামারা শেষ প্রান্তে দেশের দর্শনীয় স্থান মনি পার্কে গিয়ে দীর্ঘক্ষণ সময় কাটান নেতাকর্মীরা। সেখানে পবিত্র নামাজ আদায়, খাবার পরিবেশন এবং ইসলামি রাজনীতি বিষয়ক শিক্ষণীয় সেমিনার অনুষ্ঠিত হয়। এরপর ফিরতি নদীপথে নেতাকর্মীরা লঞ্চের মধ‍্যে অনুষ্ঠিত শিক্ষা সফর বিষয়ক আলোচনায় বলেন, বিশ্বময় ছড়িয়ে-ছিটিয়ে আছে সৃষ্টির নানান রহস্য।এই সৃষ্টির-রহস্য ও ঐতিহাসিক নিদর্শনাদি মানুষকে হাতছানি দিয়ে ডাকছে প্রতি মুহূর্ত। বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতার বিশ্ব ভ্রমণের ঐতিহাসিক প্রেক্ষাপট অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরে বক্তারা বলেন, ভ্রমণ স্রষ্টার সৃষ্টিরহস্য সম্পর্কে আত্মবিশ্বাস বাড়ায়। প্রত্যেক মানুষেরই সাধ্যানুসারে কাছে কিংবা দূরে ভ্রমণের মাধ্যমে স্রষ্টার বৈচিত্র্যময় সৃষ্টিকে দেখে অন্তরকে বিকশিত করা উচিত। মহান সৃষ্টিকর্তা।আল্লাহ তায়ালার বিশাল সৃষ্টি দর্শন, উপার্জন, জ্ঞান আহরণ, রোগ নিরাময় এবং আত্মশুদ্ধির জন্য ভ্রমণ করার নির্দেশ রয়েছে ইসলামে। জ্ঞানার্জনের জন্য দলবদ্ধভাবে ভ্রমণে বা পর্যটনে যাওয়ায় কল্যাণ ও পুণ্য নিহিত রয়েছে। সর্বোপরি বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার জাঁকজমকপূর্ণ শিক্ষা সফর ও নৌকা ভ্রমণ দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে সমাপ্ত হয়।