Print Date & Time : 11 May 2025 Sunday 10:47 am

বাংলাদেশ ছেড়েছেন মুহিবুল্লাহর পরিবার!

স্টাফ রিপোর্টার:
কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে নিহত আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ)-এর শীর্ষ নেতা মুহিবুল্লাহর পরিবার বাংলাদেশ ছেড়ে গেছেন।

শুক্রবার (১ এপ্রিল) সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাত ১১টায় টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন মুহিবুল্লাহর স্ত্রী নাসিমা খাতুন,ছেলে ও মেয়ে-জামাতাসহ ১১ জন। শরণার্থী হিসেবে তাদেরকে গ্রহণ করবে কানাডা সরকার। এক্ষেত্রে তাদের সহযোগিতা করছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম।

শুক্রবার আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ)-এর নেতা মাস্টার আব্দুর রহিম আরটিভি নিউজকে বলেন, বুধবার পরিবারটি কক্সবাজার গেছে। এরপর তাদের কেউ আর রোহিঙ্গা ক্যাম্পে ফিরে আসেনি।

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি-ব্লকে) নিজ অফিসে অবস্থান করছিলেন মুহিবুল্লাহ। এ সময় বন্দুকধারীরা তাকে গুলি করে হত্যা করে।

মুহিবুল্লার মূল উত্থান হয় ২০১৯ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা আগমনের বর্ষপূর্তিতে। ওই দিন তিনি লাখো রোহিঙ্গার সমাবেশ ঘটিয়ে আলোচনার তুঙ্গে এনেছিলেন নিজেকে। সেদিন তার নেতৃত্বে ছিল ৩ থেকে ৫ লাখ রোহিঙ্গার মহাসমাবেশ।

এরপর তিনি উখিয়া-টেকনাফের ৩২ রোহিঙ্গা আশ্রয় শিবিরের আধিপত্য নিয়েছিলেন। রোহিঙ্গাদের অভ্যন্তরীণ যোগাযোগে দক্ষ মুহিবুল্লাহ ধীরে ধীরে প্রিয়পাত্র হয়ে ওঠেন।

দৈনিক দেশতথ্য//এল//