দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে যোগদান করেছেন মোঃ জাহিদুজ্জামান। পত্রিকার সম্পাদক নঈম নিজাম ৩রা অক্টোবর তাকে নিয়োগ প্রদান করেছেন।
জাহিদুজ্জামান এছাড়াও বর্তমানে নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনে কুষ্টিয়ায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন দুটিই বাংলাদেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন।
জাহিদুজ্জামান দীর্ঘ ২৭ বছর ধরে সাংবাদিকতা করছেন। তিনি রাজধানী ঢাকায় চ্যানেল আই, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, আরটিভি, বৈশাখী টেলিভিশন, মানবজমিন ও বাংলাবাজার পত্রিকায় বিভিন্ন পদে কাজ করেছেন। সংবাদ সংগ্রহের জন্য তিনি ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন।
জাহিদুজ্জামান কুষ্টিয়ায় আন্দোলনের বাজার, দৈনিক কুষ্টিয়া, বজ্রপাত, আজকের আলোসহ বিভিন্ন স্থানীয় দৈনিকে শীর্ষ পদে এবং আজকের পত্রিকা এবং দৈনিক বাংলায় কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় এবং কুষ্টিয়া সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন জাহিদুজ্জামান। তার জন্ম কুষ্টিয়া সদর উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৪ অক্টোবর ২০২৩

Discussion about this post