Print Date & Time : 13 July 2025 Sunday 11:05 pm

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের প্রস্তুতি সভা

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে গতকাল সকাল ১০ টায়  হাটশ হরিপুর ইউনিয়নের বেঙ্গল অডিটোরিয়ামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শহীদ মাহমুদ হোসেন সাচ্চু প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখন  আহমেদ। প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও করনের দাবিতে  আগামী ১১ জুন ঢাকায় জাতীয় প্রেসক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এটা ছিল তা্রই প্রস্তুতি সভা।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ ঢাকার সভাপতি মোঃ ইলিয়াস রাজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ ঢাকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিমা খাতুন। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্বয় পরিষদ ঢাকার সহ সভাপতি মোঃ আমিনুল ইসলাম লিটন। সহ সভাপতি মোঃ মেহেদী হাসান জুয়েল। সহ সভাপতি মোঃ শাজাহান আহমেদ। সহ সভাপতি মোঃ আহসান হাবীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ ইলিয়াস রাজ বলেন, আমরা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা বিনা বেতনে সমাজের অবহেলিত প্রতিবন্ধী  শিশুদের আমাদের সন্তানের মত করেই শিক্ষার ব্যাবস্থা করে আসছি। আমাদের ত সংসার আছে। আমাদের সন্তানের জন্য রুটি ব্যাবস্থা করতে আগামী ১১ জুন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ ঢাকা জাতীয়  প্রেসক্লাব চত্বরে প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও করনের দাবিতে অবস্থান কর্মসূচি করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দাবি মেনে নিয়ে সন্তানদের মুখে আহার তুলে দিতে নিশ্চয়ই সহযোগিতা করবেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জনসেবা প্রতিবন্ধী বিদ্যালয় কুষ্টিয়ার প্রধান শিক্ষক শেরেবুল ইসলাম। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক শিক্ষকগণ সহ বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ০৩,২০২৩//