Print Date & Time : 21 August 2025 Thursday 4:47 pm

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র ৫ম জাতীয় কাউন্সিল-২০২২ উপলক্ষে সাধারণ সভা মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১টায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ও ভার্চুয়ালে সংগঠনের সারাদেশের যুক্ত সাংবাদিকদের অংশগ্রহণে জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী, প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি আহমেদ আবু জাফরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

কাউন্সিল উপলক্ষে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি আহমেদ আবু জাফরকে চেয়ারম্যান মনোনীত করা হয়। নির্বাহী কমিটিতে আলহাজ্ব সোহেল আহমেদকে সভাপতি করে ১৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার দৈনিক সত্যখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক, এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসিবুর রহমান রিজু।

নির্বাহী সদস্য হাসিবুর রহমান রিজু

মুক্তিযুদ্ধের চেতনায় বিএমএসএফ সারাদেশে সাংবাদিকদের অধিকার মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়।

আগামী ২৮ মার্চ সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।