সোহাগ আলী, নিজস্ব প্রতিনিধিঃ জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ সরকারের পতনের পর নতুন বাংলাদেশ গঠন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বেশকিছু নতুন রাজনৈতিক দলের আত্নপ্রকাশ ঘটেছে। তেমনি একটি নতুন রাজনৈতিক দল “বাংলাদেশ মাতৃভূমি দল”।
আত্নপ্রকাশের প্রায় কয়েকমাস পর জনসমুক্ষে গত ১৭ মে শনিবার জাতীয় প্রেসক্লাবে দলটির রাজনৈতিক ইশতেহার প্রকাশ, রাষ্ট্র সংস্কার, নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে দলটি।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মাতৃভুমি দলের মহাসচিব ও সাবেক সংসদ সদস্য এডভোকেট তাসমিন রানা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদুত, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমসাআ আমিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নইম জাহাঙ্গীর, মেজর জিয়াউল হক, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, নাগরিক ভাবনার আহ্বায়ক হাবিবুর রহমান, মিজানুর রহমান, ব্যারিস্টার এনপি প্রমুখ।
সভায় বাংলাদেশ মাতৃভূমি দলের পক্ষে বক্তব্য রাখেন, সিঃ কো-চেয়ারম্যান লায়ন আজম খান, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন, ভাইস চেয়ারম্যান হালিম রাজ, যুগ্ম মহাসচিব ওমর ফারুক জালাল, সাংগঠনিক সম্পাদক রোমান, দপ্তর সম্পাদক সাব্বির, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোহাগ আলী, নাইম, বায়েজিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও সভায় শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আলহাজ্ব শহিদুল ইসলাম ভুইয়া এবং এ কে এম রকিবুল আহমেদ। সভায় ২৪ এর জুলাই আন্দোলনে দুবাই জেল ফেরত ইয়াসিন অপুর্বও বক্তব্য রাখেন।
এসময় বাংলাদেশ মাতৃভূমি দলের মহাসচিব ও সাবেক এমপি, এডভোকেট তাসমিন রানা বলেন, “বাংলাদেশকে বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত ও বেকারত্বমুক্ত করে একটি আদর্শ গণতান্ত্রিক, মানবতাবাদী, কল্যাণকামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকবে বাংলাদেশ মাতৃভূমি দল। আমরা এমন একটি দেশ গঠন করব যেখানে সকল নাগরিক তাদের ব্যক্তিগত স্বাধীনতা, বাকস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবনযাপনের অধিকার ভোগ করবে, এবং বৈষম্যহীনভাবে শুধু যোগ্যতার মাপকাঠিতে কর্মসংস্থান, জীবনের মানোন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ রাষ্ট্রীয় সকল সুবিধার সমান সুযোগ পাবে। আমাদের রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের কল্যাণেও আমাদের দল বিশেষ ভাবে কাজ করবে।”
তিনি আরও বলেন, “জুলাই ২৪ বিপ্লবে ছাত্র -জনতার আত্মত্যাগ বৃথা যেতে দিব না আমরা, রাষ্ট্রের ঘুনে ধরা সিস্টেমের সংস্কার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে বাংলাদেশ মাতৃভূমি দল সমমনা সকল ছাত্র- জনতা ও প্রবাসীদের নিয়ে ঐক্য বদ্ধ লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ।”
সভায় অন্যান্য বক্তারাও রাষ্ট্র সংস্কার, সুষ্ঠু নির্বাচন, প্রবাসীদের অধিকার, বাংলাদেশের কৃষক শ্রমিক-মেহনতি মানুষের অধিকার বাস্তবায়ন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর করণীয় ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

Discussion about this post