‘নাটক সমাজ বদলের হাতিয়ার’ শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ কুষ্টিয়ার নতুন গঠন করা হয়েছে। শনিবার বিকেলে কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর প্রশিক্ষন কক্ষে এম এ কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্টিত এক মত বিনিময় সভায় রকিবুল ইলসাম কর্ণেলকে সভাপতি এবং কৌশিক আহমেদ শাওনকে সাধারণ সম্পাদক করে ২৫সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়।
নব গঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন:- সিনিয়ির সহসভাপতি মো: নায়েব আলী, সহসভাপতি মাহাবুব শাহারিয়া, সহসভাপতি শেখ সাদি, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হোসেন রোহিত, সহসাধারণ সম্পাদক মো: লাহড়ী, সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল ইসলাম, নাট্য প্রযোজনা সম্পাদক সোহেল খন্দকার, দপ্তর সম্পাদক নাফিজ আহম্মেদ রাব্বিন, কোষাধক্ষ্য মোসুকুল, প্রচার সম্পাদক রবিউল ইসলাম রাব্বি, প্রকাশনা সম্পাদক মো: জহুরুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রত্মা ভট্টাচার্য, আইন বিষয়ক সম্পাদক নরুননাহার বেগম রিক্তা, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এম. এ কাইয়ুম, পলান বিশ্বাস, সাজেদুল ইসলাম, রবিউল ইসলাম ফটিক, মো: তোফাজ্জেল হোসেন, মো: রনি ইসলাম, নাজমা ফারহানা মুন্নি, কে এম হারিসুল আলম, সোহেল আহমেদ এবং ইউসুফ আলী জনি। নতুন এই কমিটি ০১ জানুয়ারি ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দুই বছরকাল ধরে সাংগঠনিক দায়িত্ব পালন করবে।
খালিদ সাইফুল / দৈনিক দেশতথ্য / ৩১ ডিসেম্বর ২০২২

Discussion about this post