Print Date & Time : 2 August 2025 Saturday 11:35 am

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কুষ্টিয়া শহর শাখার কমিটি

সাংগঠনিক গতিশীলতা আনার লক্ষ্যে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ৩ মাসের জন্য বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (১৬ জানুয়ারি) কুষ্টিয়া জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি নজরুল ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান খান এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে শেখ সাউদ আব্দুল্লাহ কে আহবায়ক, কারিমুল ইসলাম, মোঃ ইব্রাইম শাওন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সোহেল রানা, মোঃ রাকিবুল ইসলাম ও তমাল শেখ কে যুগ্ম আহবায়ক করা হয়।

এছাড়া মোঃ ইমদাদুল হক পিন্টু, ইনান নাঈম শুভ, মোঃ জুলফিকার আলম বাপ্পি, পিয়াস আহাম্মেদ নয়ন, মৃদুল শেখ, সানজিদ আলম প্রতাব, মোঃ আকাশ হোসেন, তৌহিদুল ইসলাম                             ও মোঃ উজ্জল হোসেন কে সদস্য করা হয়। 

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ১৬,২০২৩//