বিশিষ্ট কবি ও মাসিক ’স্বপ্নের দেশ’ পত্রিকার সম্পাদক সৈয়দা রাশিদা বারী ’বাংলাদেশ রতœ’ উপাধীতে ভূষিত হয়েছেন। সৈয়দা রাশিদা বারী সমাজ সেবামূলক কার্যক্রম ও ইসলামিক সাহিত্যে অবদান রাখার জন্য এই উপাধীতে ভূষিত হন।
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত বাঁশআড়া কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের পক্ষ থেকে উক্ত দরবার শরীফ প্রাঙ্গনে রবিবার অনুষ্ঠিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় সৈয়দা রাশিদা বারী’কে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে তাঁর হাতে একটি মানপত্র ও একটি ক্রেস্ট প্রদান করা হয়।
কুষ্টিয় জেলা শিল্পকলা একাডেমী’র আজীবন সদস্য ও ভান্ডারিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ সুফী নকছের আলী ভান্ডারীর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ কর্মী ও কুমারখালী পাবলিক লাইব্রেরী’র সাধারণ সম্পাদক মমতাজ বেগম।
ভারতীয় কবি তমা খন্দকার, বাংলাদেশী কবি তানিয়া আক্তার সিমি এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
ভান্ডারিয়া দরবার শরীফ আধ্যাত্বিক, সমাজ কল্যাণমূলক ও সংস্কৃতি নিয়ে কর্মরত একটি প্রতিষ্ঠান। সৈয়দা রাশিদা বারী একজন বহুমাত্রিক লেখক ও সাহিত্যিক। তিনি শতাধিক গ্রহন্থের প্রণেতা। এছাড়া, তিনি ঢাকা¯’ মাসিক ’স্বপ্নের দেশ’ পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার।

Discussion about this post