বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যানের সাথে কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় ভাইস-চেয়ারম্যান মোঃ নূর-উর-রহমান কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিট পরিদর্শন করেন এবং ইউনিটের কার্যনির্বাহী সদস্যদের সাথে মত বিনিময় সভা করেন।
এ সময় তিনি ইউনিটের উন্নয়ন, কর্মপরিকল্পনা বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং ইউনিটের চলমান কার্যক্রম বিষয়ে অবগত হন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান চৌধুরি মুরশেদ আলম মধু, সেক্রেটারী মোঃ আসগর আলী, কার্যনির্বাহী সদস্য আ.স.ম আখতারুজ্জামান মাসুম, মুহম্মাদ শামসুর রহমান বাবু, মোঃ মুকুল হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক বাচ্চু, সাজেদা হোসেন এবং সেলিম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, কুষ্টিয়া ইউনিটের স্বেচ্ছাসেবকসহ ইউনিট অফিসার সাঈদ মোঃ শামীম রহমান।
দৈনিক দেশতথ্য//এল//