পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেলফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (বিসিপিআরটিএ) এর মিলন মেলা ও বনভোজন। শুক্রবার উপজেলা সরকারি অডিটোরিয়ামে কেন্দ্রীয় সদস্য মোঃ নুরুজ্জামান এবং জিএসএম সাগর এর নেত্রীত্বে পঞ্চগড় ঠাকুরগাঁও ও নীলফামারীর জেলা কমিটি দিনব্যাপী মিলন মেলা ও বনভোজনের আয়োজন করে।
মধ্যাহ্ন ভোজ শেষে বিকেলে আলোচনা সভায় পঞ্চগড় জেলার সদর থানার মাহবুব সাঈদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিসিপিআরটিএ’র মহাসচিব হাজবুল আলম জুলিয়েট। এ সময় উপস্থিত ছিলেন অর্থ সচিব গোল্ডেন এ এইচ শরীফ, কার্যনির্বাহী সদস্য মামুন জয়, সেন্ট্রাল সদস্য ইঞ্জিনিয়ার ছালেক শেখ, তৌহিদুল ইসলাম শাহ, সানোয়ার হোসেন বাচ্চু, কনক রহমান, নাহিদ হাসান, হাজিদুর রহমান রমি প্রমুখ। এ সময় পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারীর জেলা কমিটির নেতাকর্মীসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল ফোন মেরামত পেশার দ্বারা অপরাধ বন্ধে প্রশাসনের ও সরকারের নিকট সহযোগিতা কামনা করে ৫ দফা দাবি নিয়ে বিস্তর আলোচনা করেন সংগঠনটির মহাসচিব। তিনি বলেন, বাংলাদেশ মোবাইল ফোন মেরামত পেশাকে একটি স্বীকৃত টেকনেশিয়ান পেশা হিসেবে ঘোষণা ও একটি ইআইআর বেইজড এইচএলআর চালু করা, অপরাধ বন্ধ ও অপরাধীদের নিরুৎসাহিত করতে পেশা উল্লেখ করে কঠিন আইন বাস্তবায়ন, কারিগরী শিল্পের উন্নয়নে পেশার সম্মান রক্ষায় যাতে অনভিজ্ঞ, অশিক্ষিত, অপরাধী চক্রের ব্যক্তিরা নীতিমালা বহির্ভূত এ কাজে না আসতে পারে সেক্ষেত্রে সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতি প্রদানসহ আরপিএল ব্যবস্থা করতে হবে।
মিলন মেলা ও বনভোজন ঘিরে বিশেষ লটারি আয়োজন করা হয়। লটারি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।