মীর আনোয়ার হোসেন টুটুল
ত্রৈবাষিক সম্মেলনে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শাখা বাংলাদেশ স্কাউঁটস এর নতুন কমিটি গঠন হয়েছে। আজ শনিবার (১২ আগস্ট) উৎসব মুখর আনন্দঘন পরিবেশে দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন। অনুষ্ঠানের শুরুতেই বার্ষিক প্রতিবেদন পেশ করেন আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার।
প্রধম অধিবেশনে বার্ষিক প্রতিবেদন পেশ করার পর বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, বাংলাদেশ স্কাউঁটসের টাঙ্গাইল ও গাজীপুর জেলা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. লিয়াকত হোসেন, কমিশনার টাঙ্গাইল জেলা শাখার মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিন ও আহবায়ক কমিটির সদস্য মো. ইউনুছ আলী প্রমুখ।
দ্ধিতীয় অধিবেশনে উপস্থিত উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার ও কাউন্সিলরদের সর্বসম্মতিতে (মতামতে) তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। পদাধিকার বলে নতুন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, সহসভাপতি এসিল্যান্ড সুচী রানী সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিন, কমিশনার পদে দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, সহকারী কমিশনার (মিডিয়া) বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল, সম্পাদক মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আজাহারুল ইসলাম ও কোষাধক্ষ পদে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদগুলো পরবর্তি সভায় আলোচনার মাধ্যমে পুরন করা হবে বলে উপজেলা সহকারী পরিচালক লিয়াকত হোসেন জানিয়েছেন।

Print Date & Time : 28 July 2025 Monday 4:49 am