নিজস্ব প্রতিবেদক: মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের প্রস্তাবকারীদের মানসিক চিকিৎসা জরুরী বলে দাবি করেছেন নতুনধারা। ২০ জুন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য শেখ লিজা প্রমুখ উপরোক্ত কথা বলেন।
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বিবৃতিতে আরো বলেন, বিশ্বের সকল দেশে মোটর সাইকেল একটি সহজ যোগাযোগ বাহন; সেই বাহনকে নিষিদ্ধ করার প্রস্তাব শুধু মানসিক বিকারগ্রস্থতারই প্রমাণ নয়; এর দ্বারা এটাও প্রমাণ করে যে, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ সংশ্লিষ্ট দপ্তর-উপদপ্তরের নিয়োজিতরা দেশের মানুষকে কষ্টে ফেলতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের উদ্ভট সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে মহাসড়কে মোটরসাইকেল চালানোর সময় নিয়ম মেনে সচেতনতার সাথে-সতর্কতার সাথে থাকার জন্য রাইডারদের প্রতিও আহবান জানান।
দৈনিক দেশতথ্য//এল//