প্রাথমিক শিক্ষার গুনগত মানউন্নয়নসহ সাংস্কৃতিক অংগনে বিশেষ অবদান রাখায় রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর পুরষ্কার প্রাপ্ত শিক্ষাঙ্গন টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ে উন্নয়নের ছোয়া পড়েনি।
উপজেলা সদরে প্রশাসনের কর্মকর্তাদের চোখের সামনে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান। শিক্ষা প্রতিষ্ঠানটি জলাবদ্ধতায় বন্দি। ছয় শতাধিক ক্ষুদে শিক্ষার্থীসহ শিক্ষক কর্মচারীগন চরম বিপাকে পরেছেন। নানা সমস্যায় স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি জর্জরিত বলে শিক্ষক-কর্মচারীগন অভিযোগ করেছেন। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিদ্যালয় ঘুরে দেখা গেছে জলাবদ্ধতাসহ সমস্যার অন্তনেই।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ একাব্বর হোসেন ঢাকা-টাঙ্গাইল পুরাতন জাতীয় মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলা সদরে ১৯৭৩ সালে ২৩ নং বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির ১০০ গজের মধ্যে (সন্নিকটে) রয়েছে উপজেলা নির্বাহী অফিসারের অফিস, উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস, সহকারী কমিশনার (ভূমি) অফিস, উপজেলা শিক্ষা অফিস ও পৌরসভার কার্যালয়সহ সরকারী অধিদপ্তরের সকল অফিস। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিাকা মিসেস হোসনেয়ারা বেগমের একক প্রচেষ্টায় বিদ্যালয়টি উপজেলা, জেলা, অঞ্চল, বিভাগ ও জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করে। প্রাথমিক শিক্ষার গনগত পরিবর্তন, শিশুদের ঝড়ে পরারোধ এবং সাংস্কৃতিক অংগনে বিশেষ ভূমিকা রাখায় জাতীয় পর্যায়ে ২০১৮ সালে এবং ২০১৯ সালে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর পুরষ্কার লাভ করে।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং ক্ষুদে শিক্ষার্থীগন জানান, বর্তমানে নানাবিধ সমস্যায় বিদ্যালয়টি জর্জরিত। শিক্ষক স্বল্পতা, ভবন, আসবাবপত্র ও শ্রেণী কক্ষের অভাব, নেই ওয়াশ ব্লক, পানীয় জলের অভাব, খেলার মাঠ ও সিমানা প্রাচীর (বাউন্ডারী) নেই। রাস্তা পর হওয়ার সময় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতার মধ্যে বিদ্যালয়ে যাতায়াত করতে এসে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। এখন প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে জলাবদ্ধতা। বিদ্যালয়টি রাস্তা ও চারপাশে নিচু হওয়ায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের পড়াশোনার মারাত্বক সমস্যার সৃষ্টি হচ্ছে। সমস্যা দুরীকরনের জন্য শিক্ষা মন্ত্রী, সচিব, জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার ও স্থানীয় প্রশাসনকে জানানো হলেও বিদ্যালয়ের সমস্যা সমাধান হচ্ছে না বলে অভিযোগ করেন শিক্ষক-কর্মচারীগন।
এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লাইলী আক্তার ও সহকারী শিক্ষক মো. ফরহাদ হোসেন বলেন, জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত বিদ্যালয়টি এখন নানা সমস্যায় জর্জরিত। এখন প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে জলাবদ্ধতা। বিদ্যালয়ের সার্বিক সমস্যা দ্রুত সমাধানের জন্য তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা চেয়েছেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। উর্ধ্বতন কতৃপক্ষ বিদ্যালয়টি একাধিকবার পরিদর্শন করেছেন। বিদ্যালয়টির বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বরাদ্ধ চেয়ে উর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়েছে। বরাদ্ধ পেলে অল্প দিনের মধ্যে সমস্যা সমাধান করা হবে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৪,২০২২//

Discussion about this post