দুইটি হিন্দু পরিবারের ঘরবাড়িতে হামলা
বাকিতে সিগারেট কিনতে গিয়ে বচসা শুরু করেন এক যুবলীগ নেতা । এর জেরে শুরু হয় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ। এসময় সংঘর্ষ স্থলের কাছে অবস্থিত দু’টি হিন্দু বাড়িতে দূর্বৃত্তরা হামলা চালায়৷ ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত সাড়ে ৯টায় জেলা শহরের অদুরে সাপ্টিবাড়ি বাজারে।
এই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাতে সাপ্টিবাড়ি বাজারের খালেক কসমেটিক দোকানদারের দোকানে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাদ সিগারেট কিনতে যায়। দোকানদার সে সময় উপস্থিত ছিল না। দোকানের কর্মচারী আল আমীন (১৮) বাকি দেয়া নিষেধ আছে মালিকের। তাই বাকিতে সিগারেট দেওয়া যাবেনা। এতে যুবলীগ নেতা ক্ষিপ্ত হয়ে কর্মচারীকে মারধর করে চলে আসে। এই নিয়ে প্রতিবাদ জানায় আওয়ামী লীগের স্থানীয় নেতা আলাউদ্দিন।
শুক্রবার রাত হতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাদ ও আওয়ামী লীগের স্থানীয় নেতা আলাউদ্দিনের পক্ষের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। শনিবার রাতে তুচ্ছ ঘটনায় সৃষ্ট উত্তেজনা সংঘর্ষে গড়ায়। রাত সাড়ে ৯ টায় দুই পক্ষ দেশী-বিদেশী অস্ত্র নিয়ে সাপ্টিবাড়ি বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলে প্রায় দুই ঘন্টা ধরে। পরে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
হিন্দু পরিবারে হামলার ব্যাপারে জানা গেছে, প্রথম ঘটনায় রমনী কান্ত দাসের ছেলে লিপটন চন্দ্র দাস দোকানদারের পক্ষে কথা বলায় সাদ্দাম হোসেন সাদ তার উপর ক্ষিপ্ত হয়। এর জেরেই ওই দুটি হিন্দু পরিবারে হামলার ঘটনা ঘটেছে।
এই হিন্দু পরিবার দুইটির দুই সন্তান সাপ্টিবাড়ি ভুমি অফিস ও লালমনিরহাট সরকারি টেকনিক্যাল কলেজে অফিস সহায়ক হিসেবে কর্মরত। হামলার পর হতে পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এই ঘটনায় উভয় পক্ষ মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মোজাম্মেল হক জানান, সংঘর্ষের খবরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এতে ক্ষয়ক্ষতি হতে জনগণের জানমাল রক্ষা হয়েছে। উভয় পক্ষ একে অপরকে দায়ী করে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সর্বোচ্চ সর্তকতার সহিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এবি//দৈনিক দেশতথ্য//মে ২৮,২০২৩//