Print Date & Time : 8 July 2025 Tuesday 3:23 pm

বাগাছাস এর মধুপুর শাখার বার্ষিক সম্মেলন

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল) :
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) মধুপুর উপজেলা শাখা সংসদের ৪০তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ শুক্রবার সকালে উপজেলার মান্দি এলাকার পীরগাছা থমথমানি নকে অনুষ্ঠিত সম্মেলন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন,বাগাছাস মধুপুর শাখার সভাপতি নিউটন মাজি।
স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সভাপতি এডভোকেট জনযেত্রা ও সাধারণ সম্পাদক অলিক মৃ।

এ সময় বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ইউজিন নকরেক, ভিডাব্লিউ মধুপুর শাখার একাংশের সভাপতি রঞ্জিত নকরেক, মুক্তাগাছার হিউবার্ট মৃ, ঘাটাইল শাখার পরিমল চন্ত্র বর্মণ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, মহিলা নেত্রী নিগার সুলতানা রুবি, ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল পল মৃ, প্রভাষক রির্চাড বিপ্লব মৃ, জিএসএফ এর তুষার নেকলা, কোচ নেতা গৌরাঙ্গ বর্মন ও খন্দকার শামছুল আরেফিন শরীফসহ অন্যান্যরা।

বক্তারা, এ সম্মেলনে তাদের ভূমির অধিকার ও বনের অধিকার দাবি করেন। তারা সমতল এলাকার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি করে তাদের বসতি এলাকায় লেক বিষয়ে প্রতিবাদ জানান।

এর আগে একটি শোভাযাত্রা পীরগাছা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে মধুপুর অঞ্চলের বাগাছাসসহ বিভিন্ন সামজিক সাংস্কৃতিক রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহন করে।

দৈনিক দেশতথ্য//এইচ//