রাজশাহীর বাঘায় কুপিয়ে খাকচার আলীকে (৪০) হত্যা করেছে দূর্বৃত্তরা।
রোববার (১৭ সপ্টেম্বর) বেলা দেড়টার দিকে বাঘা উপজলোর দিঘা বাজারে এই ঘটনা ঘটে। এমন ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
তবে তাৎক্ষণকিভাবে এমন হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে চিনতে না পারা গেলেও স্থানীয় ও পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ডের ঘটনা হতে পারে। এছাড়া খাকচার আলী বাঘা উপজলোর বাউসা ইউনয়িনরে হিন্দুপাড়া গ্রামরে মৃত আক্কাস আলীর ছেলে।
এ বিষয়ে খাকচার আলীর বড় ভাই কাউসার আলী জানান, তার ছোট ভাই খাকচার প্রায় ১৫ বছর যাবত দিঘা বাজারে বাইসাইকেলের ম্যাকানিক্সের (মেরামতের) কাজ করে। আমার জানা মতে, ছোট ভাইয়রে কোন শত্রু নেই। কিন্তু কী কারণে কারা এই ঘটনা ঘটিয়েছে কিছুই বুঝতে পারছ না। তবে এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, নিহতের স্ত্রী স্বপ্না বেগম ছাড়াও এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। সাইকেল মেরামতের টাকায় চলতো ৫ সদস্যের সংসার। সংসারে উপার্জনের একমাত্র মানুষ আমার ভাইকে কে বা কারা হত্যা করেছে। তারা এখন কি করে খাবে?
বাউসা ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান বলেন, খাকচার সাদা মনের মানুষ ছিলেন। যারা এমন হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে, তাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) খায়রুল ইসলাম জানান, প্রাথমকিভাবে হত্যাকান্ডের কারণ জানা যায়নি। হত্যাকান্ডের কারণ উদঘাটনরে চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। মায়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post