Print Date & Time : 13 May 2025 Tuesday 12:31 pm

বাদশা নিহতের ঘটনায় হত্যা মামলা

মো.আলাউদ্দীন,হাটহাজারী (চট্রগ্রাম(: পুকুর থেকে পানি সেচ নিয়ে দ্বন্দে প্রতিপক্ষের হামলায় নিহতের ঘটনায় হাটহাজারী মডেল থানায় হত্যা মামলা দাযের করা হয়েছে।

রবিবার(০৫ জানুয়ারী) বিকালের দিকে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ জব্বার আলী চৌধুরী আলম বাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র বাদশার নিজ পুকুর থেকে অভিযুক্ত একই এলাকার মৃত আব্দুল হালিম চৌধুরীর পুত্র মো.মাহাবুব আলম (৪৬) পাম্প মেশিন দিয়ে তার ক্ষেতে পানি সেচ দিচ্ছিলো। এতে বাদশা বাধা দিলে মাহবুবের সাথে বাদশার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ বাদশাকে দুই দফায় বেধড়ক পিটুনি দিলে গুরুতর আহত হয় বাদশা। এসময় উপস্থিত লোকজন গুরুতর আহতকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরে শনিবার ০৪ জানুয়ারি রাতে হাটহাজারী মডেল থানায় গিয়ে হত্যার স্বীকার বাদশার স্ত্রী সুলতানা রাজিয়া বাদী হয়ে মাহবুব আলমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

যার নাম্বার -০৪, তারিখ-০৪/০১/২০২৩, ধারা-৩০২ পেনাল কোড। এদিকে পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে মামলার এজাহারনামীয় একমাত্র আসামি মো.মাহাবুব আলমকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রুহুল আমিন সবুজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন

দৈনিক দেশতথ্য//এসএইচ//