রাতে বাবাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। সকালে বাবার মরদেহ মর্গে রেখে এসএসসি পরিক্ষায় বসলো স্কুলছাত্রী। মা মানসিক ভারসাম্য হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছে হাসপাতালে।
ঘটনাটি বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের। ওই স্কুলছাত্রীর নাম সানজিদা ইসলাম রিয়া (১৭), সে পাকুরগাছিয়া এলাকার নিহত শফিকুল ইসলাম পনুর মেয়ে। সে একই ইউনিয়নের জর্জিয়া কিন্ডারগার্টেন থেকে এসএসসি পরিক্ষা দিচ্ছে।
খোজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (২ মে) রাত সাড়ে আটটার দিকে আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় নির্বাচনী প্রতিহিংসার জেরে দু’গ্রুপের মধ্য রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে স্ত্রী, ছেলে-মেয়ের সামনেই কুপিয়ে হত্যা করা হয় সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে। এঘটনায় দু’পক্ষের ৭-৯ জন গুরুতর যখম হয়, যারা মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পনুর মরদেহ ময়নাতদন্তের জন্য রাতেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সকালে নিহত পনুর মেয়ে এসএসসি পরিক্ষার্থী রিয়া বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে বাবাকে শেষ দেখা দেখে আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
নিহত সাবেক ইউপি সদস্য পনু মিয়ার স্ত্রী ও পরিক্ষার্থী রিয়ার মা ছবি আক্তার বলেন, গতকাল রাতে ঠান্ডা বাহিনীর ২০ থেকে ২৫ জন লোক রামদা, টেঁটা নিয়ে আমাদের সামনেই স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে৷ আমি আমার স্বামী কে বাচাঁতে গেলে আমাকেও ওরা মারধর করে। আমি এঘটনার সুষ্ঠু বিচার চাই।
আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ধীমান চন্দ্র রায় বলেন, জর্জিয়া কিন্ডারগার্টেনের পরিক্ষার্থী রিয়া আমাদের এখানে পরিক্ষা দিচ্ছে। আমরা তাকে যথেষ্ট মানসিক সাপোর্ট করছি৷ ভালোভাবেই পরিক্ষা দিচ্ছে সে।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ইতিমধ্যে উভয়পক্ষের ৭-৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷ অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে৷
তিনি আরও বলেন, ভুক্তভোগী কোন পরিবার নিরাপত্তাহীনতায় আছে এমন কোন অভিযোগ আমরা এখনও পাইনি৷ অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঠান্ডা গ্রুপ ও পনু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরেই নির্বাচনের দেড় বছর পরে গতকাল রাতে সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এর আগেও পনুকে বেশ কয়েকবার কুপিয়ে গুরুতর জখম করে ঠান্ডা বাহিনী।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ মে ২০২৩