Print Date & Time : 6 July 2025 Sunday 12:08 pm

বাবার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বাবার চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বেবি খাতুন (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকালের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ওই নারী রায়পুর গ্রামের জুলহাস উদ্দীনের মেয়ে এবং একই গ্রামের ভারতপ্রবাসী তুষারের স্ত্রী।

স্থানীয়রা জানান, বেবি খাতুন তার বাবা জুলহাসের মোটরসাইকেলে বামুন্দি যাচ্ছিলেন। পথে চোখতোলার নবনির্মিত উঁচু রাস্তা শেষে নিচু রাস্তায় নামার সময় মোটরসাইকেল কাত হয়ে পড়ে গেলে বেবি খাতুন ছিটকে রাস্তায় পড়ে যান। এতে একটি ইটের সঙ্গে মাথায় আঘাত পান। অহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে গাংনী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কারো কোন অভিযোগ না থাকাই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল০৭,২০২৩//