Print Date & Time : 6 September 2025 Saturday 9:49 am

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় মেয়ের অংশগ্রহণ

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামে হৃদয়বিদারক এক ঘটনার জন্ম দিয়েছেন এসএসসি পরীক্ষার্থী মোসাঃ মারিয়া আক্তার। বাবার মৃত্যুর শোক বুকে চেপে রেখে, চোখের পানি মুছে পরীক্ষায় অংশ নেন তিনি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে মারিয়ার বাবা হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবার নিথর দেহ বাড়িতে রেখে, মনকে শক্ত করে পরীক্ষাকেন্দ্রে হাজির হন মারিয়া। তিনি বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী এবং সেখান থেকেই এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

পরিবারের সদস্যরা জানান, বাবার স্বপ্ন ছিল মারিয়াকে লেখাপড়া করে মানুষ হিসেবে গড়ে তোলার। সেই স্বপ্ন পূরণের জন্য মারিয়া আজ এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

এম/দৈনিক দেশতথ্য//