Print Date & Time : 4 August 2025 Monday 3:49 am

বাবা মার কবর জিয়ারত করলেন উপদেষ্টা ফারু-ই-আজম

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের গ্রামের বাড়িতে মরহুম বাবা মার ও পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

সোমবার (১৯ আগস্ট) বেলা এগারটার দিকে তিনি পারিবারিক কবরস্থানে এ জেয়ারত ও মোনাজাত করেন।

এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহমদ খান, হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, মডেল থানার ওসি মনিরুজ্জামান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ফারুক-ই-আজম বলেন, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত হওয়া সকল শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিবে এবং শহীদ পরিবারের পাশে সবসময় রাষ্ট্র থাকবে। দেশের জন্য তাদের এই আত্মত্যাগ ও বলিদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।