Print Date & Time : 6 May 2025 Tuesday 3:51 am

বারো মাস পানিবন্দি কদমতলী বাসী

জে.এম রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ প্রতিনিধি

নারায়নগঞ্জ সিটি করপোরেশন ৭নং ওয়ার্ড কদমতলীতে বারো মাসই পানিবন্দি হাজার হাজার মানুষ, বারবার কাউন্সিলরকে অবহিত করেও মুক্তি মিলেনি তাদের।

গতকাল ২১শে ফেব্রুয়ারী (মঙ্গলবার) কদমতলী ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী হোসেল আলার পুরাতন বাড়ির ফালু শাহ জামে মসজিদের রাস্তাটিতে বারো মাসই পানিতে তলিয়ে থাকে।

এর আগেও সাবেক কাউন্সিলরকে অবহিত করেও পরিত্রাণ পাওয়া যায়নি, ২০২২সালে সিটি করপোরেশন নির্বাচনে নবনির্বাচিত কাউন্সিলর মিজানুর রহমান রিপনকে এলাকাবাসী রাস্তাটির ব্যাপারে অবগত করিলে তিনি বলেন রাস্তাটির বিষয়ে মেয়রকে জানানো হয়েছে, খুব শীঘ্রই রাস্তাটি মেরামতের কাজ করা হবে।

নবনির্বাচিত কাউন্সিলরের আশ্বাসে এলাকাবাসী কিছুটা স্বস্তি পেলেও নির্বাচনের ১বছর পেরিয়ে গেলেও মুক্তি মেলেনি কদমতলীবাসীর।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়, পানিবন্দির কারনে মসজিদের মুসল্লীদের অনেক কষ্ট করতে হয়, ড্রেনের পানিগুলো খুবই নোংরা, যা হাটার উপযোগী নয় বলে জানান এলাকাবাসী, তারা আরও বলেন আমরা গতকাল ২১শে ফেব্রুয়ারিতে শহিদ মিনারেও যেতে পারিনি ফুল দিতে। এমন দুর্ভোগ থেকে এলাকাবাসী মুক্তি চায়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//