Print Date & Time : 11 May 2025 Sunday 4:22 am

বার্সেলোনার নতুন জার্সি উন্মোচিত হল

চলতি মৌসুমে বদলে গেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার স্পন্সর। সেই সঙ্গে বদলে গেছে জার্সির রঙ এবং-ডিজাইনও। আগামী মৌসুমে ঘরের মাঠে স্পোটিফাই লেখা জার্সি পরে খেলবে বার্সা। রঙ হবে গত মৌসুমের জার্সির চেয়ে কিছুটা অন্যরকম।

অলিম্পিক আয়োজনের ৩০ বছর পূর্তির সঙ্গে মিল রেখে জার্সির বিশেষ ওই ডিজাইন করা হয়েছে। ১৯৯২ সালে বার্সেলোনায় অলিম্পিকের আসর বসেছিল। ওই আসরে বার্সার জার্সির রঙ ছিল এমনই।

জার্সির ডিজাইন নিয়ে বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, বার্সেলোনায় অনুষ্ঠিত অলিম্পিক থেকে উৎসাহিত হয়ে জার্সির নতুন ডিজাইন করা হয়েছে। নতুন জার্সি ‘জাগ্রত শিখা’ স্লোগানের ঐতিহ্য ফিরিয়ে আনবে বলেও জানানো হয়েছে।

বার্সেলোনার জার্সির ডিজাইন করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি। স্পেন ও অন্যান্য দেশের নাইকি স্টোরে জার্সিটি পাওয়া যাবে বলেও জানানো হয়েছে। জার্সির জন্য যুক্তরাজ্যে দাম ধরা হয়েছে ৭৪.৯৫ পাউন্ড বা ৮ হাজার ৩৫০ টাকা। যুক্তরাষ্ট্রে দাম ৯৪.২৩ ডলার বা ৮ হাজার ৩৪৩ টাকা।

জা//দেশতথ্য/০২-০৬-২০২২//০৪.১৫ পিএম