কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে বালাইনাশক বিক্রয় ও ব্যবহার নীতিমালা সম্পর্কে বালাইনাশক বিক্রেতা ও কোম্পানি প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো: টিপু সুলতান স্বপন।
মিরপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার মতিয়র রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাহিরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, আমাদের দেশের অধিকাংশ কৃষক বেশি সচেতন নন। অনেকেই কীটনাশকের বিষক্রিয়া সম্পর্কে ভালো জানেন না। এমনকি এর প্রয়োগবিধি সম্পর্কেও অনেক কৃষকের প্রয়োজনীয় ধারণা নেই। সঠিক কীটনাশক ও মেয়াদি কীটনাশক কি না, তা ভালোভাবে না জেনেই জমিতে প্রয়োগ করে ফেলেন। ফলে কৃষকরা ফসলের কীটপতঙ্গ সঠিকভাবে দমন করতে পারেন না। অন্যদিকে পরিবেশও দূষিত হয়। অনেক সময় তাঁরা অসাধু ব্যবসায়ী দ্বারা প্রতারিত হন। বালাইনাশক ব্যবহার করে কার্যকরভাবে বালাই দমন করতে তো পারেনই না, বরং ক্ষতি হয় পরিবেশের। এ পরিপ্রেক্ষিতে কীটনাশক ব্যবহার সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা আবশ্যক। প্রথমেই কীটনাশকের লেবেল বা প্যাকেটে মেয়াদ লেখা আছে কি না এবং তা মেয়াদোত্তীর্ণ কি না তা দেখে নিশ্চিত হতে হবে।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারি ১১,২০২৪//