আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : ৭ ফেব্রুয়ারি সুনামগঞ্জের তাহিরপুরের বালিজুরীতে ইউপি নির্বাচনে ২ শিক্ষকের বিরুদ্ধে প্রচারণা করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্তরা হচ্ছেন নয়াহালট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক ও সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুর রহমান।
২৯ জানুয়ারি শনিবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং অফিসার বরাবরে অভিযোগটি দায়ের করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজাদ হোসেন।
অভিযোগে প্রকাশ উক্ত শিক্ষকরা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমানের নিকটাত্মীয়। তারা চাকুরিবিধিভঙ্গ করে নির্বাচনী সভা সমাবেশে বক্তব্য রাখছেন এবং বক্তব্যর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন।
নির্বাচন শুরু হওয়ার একমাস আগে থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রাখলেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কেউ কোন পদক্ষেপ গ্রহন করেননি। এমনকি বিষয়টি তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের উর্ধতন কর্তৃপক্ষ অবহিত হওয়ার পরও প্রাতিষ্ঠানিক বা বিভাগীয় ব্যবস্থা গ্রহন করার প্রয়োজন মনে করেননি। বালিজুরী ইউনিয়নের ভোটাররা বলছেন, এরা যে প্রকাশ্য দিবালোকে আইনভঙ্গ করে যাচ্ছেন সে ব্যাপারে আমরাও এতদিন নিশ্চুপ ছিলাম। আমরা মনে করতাম আত্মীয় হিসেবে তারা তাদের প্রার্থীর পক্ষে কথা বলছেন বা বলাটাই স্বাভাবিক। কিন্তু এখন জানলাম যত ঘনিষ্ট আত্মীয়ই কেউ হউক না কেন সরকারী চাকুরীজীবি হিসেবে তারা আইনত কোন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে নামতে পারেননা।
চেয়ারম্যান প্রার্থী আজাদ হোসেন অভিযোগ না করলে হয়তো এরা নিজেরাই বালিজুরী ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে প্রিসাইডিং অফিসার থেকে টেবিল কাস্টিং করে ভোট জালিয়াতি করতেন।
অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভোটাররা।
বালিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা বলেন, গত কয়েকদিন আগেও আতাউর রহমানের নির্বাচনী সভায় একজন কলেজের প্রভাষকসহ অভিযুক্ত দুজন সরকারী চাকরিজীবি বক্তব্য রেখেছেন এবং ওই সভার ভিডিও চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের আত্মীয় স্বজনরা নিজ উদ্যোগে ফেইসবুকে প্রচার দিয়েছেন। এ ধরনের বোকামি ও বাড়াবাড়ির মধ্যে দিয়ে সরকারের সুনাম নষ্ঠ করা হচ্ছে বলে মনে করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post