Print Date & Time : 10 May 2025 Saturday 11:25 pm

বালিয়াকান্দিতে অবৈধ বাধ অপসারণ

রাজবাড়ী প্রতিনিধি ।।রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে অবৈধ বাধ অপসারণ ও জাল জব্দ করা হয়েছে।

উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর চন্দনা নদীতে বুধবার (২৪ আগষ্ট) বিকাল উপজেলা প্রশাসন ৩ঘন্টা অভিযান পরিচালনা করে অবৈধ বাঁশের বাঁধ অপসারণ ও নদীতে পাতা অবৈধ সুতিজাল ও চায়না দুয়ারী জব্দ করেন।

মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনা নদী থেকে একটি অবৈধ বাঁশের বাঁধ অপসারণ করাসহ একটি সুতি জাল ও একটি চায়না দুয়ারী জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নাফসহ মৎস্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও থানা পুলিশের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য//২৫ আগষ্ট-২০২২