রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ হল রুমে গতকাল বৃহস্পতিবার (১৯ মে) সকালে উপজেলা আনসার ও ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আনসার ভিডিপির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে ও কালুখালী উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মানিক মিয়ার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, রাজবাড়ী সদর সার্কেল কমান্ড্যান্ট হাওয়া খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, কালুখালী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনিরুজ্জামান অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাশার খান, উপজেলা সাতটি ইউনিয়নের আনসার কমান্ডার, সহকারী কমান্ডার, দলনেতা, দলনেত্রী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ভাল কাজের স্বীকৃতি হিসাবে চার জনের মধ্যে বাইসাইকেল, দুইজনকে সেলাই মেশিন ও ১৫টি ছাতা পুরুস্কার প্রদান করা হয়।
আর// দৈনিক দেশতথ্য//১৯ মে-২০২২//

Discussion about this post