Print Date & Time : 12 May 2025 Monday 2:09 pm

বালিয়াকান্দিতে কমিউনিটি পুলিশিং ডে

রাজবাড়ীর বালিয়াকান্দি থানার আয়োজনে শনিবার শরিবার (২৯ অক্টোবর) সকালে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বালিয়াকান্দি থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষ্যে থানা চত্তর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানায় গিয়ে শেষ হয়। র‌্যালীতে অংশগ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা, থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, জামালপুর ইউপি চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, নারুয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, নবাবপুর ইউপি চেয়াম্যান বাদশা আলমগীর, পুলিশ সদস্যসহ কমিউনিটি পুলিশিংয়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।

জা// দৈনিক দেশতথ্য// ২৯ অক্টোবর, ২০২২//