রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা দিকো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ-কাল্ব এর সহযোগীতায় গতকাল শনিবার সকালে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৬ষ্ঠ বার্ষিকী সাধারণ সভায় কৃত্তি শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তি প্রদান করা হয়েছে।
উপজেলা সমিতির কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যার এম.এ রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিরুপম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাল্ব এর গ-অঞ্চল শাখার ডিরেক্টর মো. আরিফ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান শাহাজালাল। এ সময় বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নের ডিরেক্টরবৃন্দ উপস্থিত ছিলেন । পরে ১৩ জন মেধাবী কৃত্তি শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ।