রাজবাড়ী প্রতিনিধি ।। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (১৯আগষ্ট) সকালে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রা আনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি কেন্দ্রী মহাশ্বশান চত্ত¡র থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহাশ্বশানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সনজিৎ কুমার রায়, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন বিশ্বাস, জঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কল্লোল কুমার বসু, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি বিধান চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র মন্ডল, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসিত কুমার রায়, বালিয়াকান্দি কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি যোগেশ চন্দ্র সমাদ্দার, সাধারণ সম্পাদক চন্দ্রনাথ কুমার কুন্ডু চন্দন, গোবিন্দ কুমার বিশ্বাস প্রমুখ।
আর//দৈনিক দেশতথ্য//১৯ আগষ্ট-২০২২