Print Date & Time : 27 July 2025 Sunday 8:51 pm

বালিয়াকান্দিতে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদের সামনে হতে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন। 

উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মেডিকেল অফিসার ডাঃ সজল সোম, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক প্রমুখ। আলোচনা শেষে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১ নভেম্বর অক্টোবর  ২০২৩