রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (১৮ মে) সকালে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ মিলনয়াতনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দীন মোল্লা প্রমুখ। এ সময় বিভিন্ন মাধ্যমিক স্কুল ও কলেজের প্রধান শিক্ষক গণেরা উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য//১৮ মে-২০২২//