সাথী, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে ডুবে মহাইমিম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃতের পরিবার জানান, গতকাল রবিবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের শরিফ শেখের ছেলে মহাইমিম খেলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানি থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক দেশতথ্য//এল//