Print Date & Time : 16 September 2025 Tuesday 12:08 pm

বালিয়াকান্দিতে ফায়ার সার্ভিসের অগ্নি মহড়া

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি ।। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট দলের উদোগে রোববার (১৮ সেপ্টম্বর) সকালে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করণের লক্ষ্যে অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বালিয়াকান্দি থানা চত্বরে উপজেলা ফায়ার সার্ভিসের টিমদ্বারা আগুন লিভানো সহজ করণ মহড়ার সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মনিরুজ্জামান খান, এস.আই আসাদুজ্জামান রিপন, এস আই নাজমূল ইসলামসহ পুলিশের সদস্যবৃন্দ, সুধীজনদের উপস্থিতিতে ফায়ার সার্বিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার সৈয়দ শারাফাত আলী তুহিন এই মহড়া পরিচালনা করেন।

আর//দৈনিক দেশতথ্য//১৮ সেপ্টেম্বর-২০২২