Print Date & Time : 14 May 2025 Wednesday 9:50 pm

বালিয়াকান্দিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্জাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে গতকাল সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মাষ্টার, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সনজিৎ কুমার রায়, ফারুক হোসন, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদাক আব্দুল মান্নান খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//