রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দির এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার বিকালে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে লালন শেখ (৩৫) নামে একজন আত্মহত্যা করেছে।মৃতের পরিবার জানান, উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের জালাল শেখের ছেলে লালন শেখ (৩৫) দীর্ঘদিন ধরে রোগে ভোগছিল। রোগের জ্বালা সহিতে না পেরে তার নিজ বাড়ীর ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। তার লাশ বালিয়াকান্দি থানা পুলিশ উদ্ধার করে গতকাল রবিবার সকালে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেন।
দৈনিক দেশতথ্য//এল//