Print Date & Time : 21 August 2025 Thursday 11:15 am

বালিয়াকান্দিতে সজনে ডাটা পাড়তে গিয়ে শিক্ষকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি: বালিয়াকান্দিতে গাছ থেকে সজনে ডাটা পাড়তে গিয়ে শেখ সাধি মন্ডল (৫৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। শেখ সাধি মন্ডল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের মোতালেব মোন্ডলের ছেলে। তিনি সোনাইকুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।
গতকাল বুধবার সকাল সাত টার দিকে তার নিজ বাড়ীর সজনা গাছ থেকে সজনা পারতে গিয়ে গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে তার মৃত্যু হয়।
তার পরিবারসুত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের মোতালেব মোন্ডলের ছেলে
শেখ সাধি মন্ডল তার নিজ বাড়ীর সজনা গাছ হতে সজনে ডাটা পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি সদর হাসপাতালে পরে ফরিদপুর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।