Print Date & Time : 11 July 2025 Friday 12:53 am

বালিয়াকান্দির স্কুলে প্রয়াতদের স্মরণে সভা

রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এস.এস,সি ১৯৮৪ ব্যাচের প্রয়াত বন্ধুদের আয়োজনে গতকাল শুক্রবার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্তু স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রথমে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে হতে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রয়াত বন্ধুদের পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলেদেন,কানাডা লেকহেড বিশ্ববিদ্যালয়ের তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ নাসির উদ্দীন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অশোক কুমার বিশ্বাস, মো. নূরুজ্জামান, এস এম. আসলামসহ ১৯৮৪ এস.এস.সি ১৯৮৪ ব্যাচের পরীক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২৭.২০২২//