Print Date & Time : 22 August 2025 Friday 12:22 pm

বালিয়াকান্দি প্রেস ক্লাবের কমিটি গঠন

সাথী, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিকী কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে বালিয়াকান্দি প্রেস ক্লাব কার্যালয়ে সাধারণ সভা ও কমিটি গঠন সভায় পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে প্রেস ক্লাবের সাবেক কমিটির সহ-সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ফারুক হোসেনের পরিচালনায় কমিটি গঠন সভায় সর্ব সম্মতি ক্রমে ৮ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যকরি কমিটি গঠন করা হয়।

কমিটিতে দৈনিক ভোরের পাতা প্রত্রিকার উপজেলা প্রতিনিধি আতিয়ার রহমান আতিক সভাপতি, দৈনিক ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি শহীদুল আলম মিয়া মিলন সহ সভাপতি, দৈনিক পথযাত্রা পত্রিকার বিশেষ প্রতিনিধি আমিরুল হক সহ সভাপতি, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি রফিকুজ্জামান লিটন সাধারণ সম্পাদক, দৈনিক খবর পত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি পারভেজ মিয়া যুগ্ন-সাধারণ সম্পাদক, ডেইলি ট্রাইবুনাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন সাংগঠনিক সম্পাদক, ট্রাস্ট ২৪ নিউজের বিশেষ প্রতিনিধি আবু দাউদ শরিফ কোষাদক্ষ ও দৈনিক সংবাদ সারাবেলা ও দেশতথ্য প্রত্রিকার উপজেলা প্রতিনিধি সাথী বেগমকে মহিলা সম্পািদকা করে ৮সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

দৈনিক দেশতথ্য//এল//